আমিনুল ইসলামঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কোটবাড়ি গ্রামে কোটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। কোটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে এবং ধুমকেতু ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ০২/০৩/২০২৪ইং (শনিবার) দিন ব্যাপি এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কালিয়াকৈর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক জনাব মোঃ নুরুল ইসলাম। উদ্বোধন করেন, জনাব আলহাজ্ব সামসুল হক পালোয়ান। এসময় আরো উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলার সিআইডির বিশেষ পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পটুয়াখালী জেলা এনএসআইয়ের ডিডি জনাব আসাদুল হক পারভেজ, সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মোঃ আব্দুল বাতেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মুরাদ কবির, কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রাজিব আহমেদ রাসেল, অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র ছাত্রীবৃন্দ সহ এলাকাবাসী।
সকাল ১০টায় শুরু হওয়া এই মিলনমেলায় প্রথমে পরিচয় পর্ব, এর পর রাফেল ড্র, দুপুরের খাবার ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সমাপ্তি ঘোষণা করা হয়।