মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Google search engine
বাড়িঅন্যান্যকালিয়াকৈরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

কালিয়াকৈরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ডেস্কঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বাসুরা এলাকায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৮ টার দিকে টেটা দিয়ে মাছ ধরতে যান সাইফুল ইসলাম নামের ব্যক্তি এ সময় বিষধর সাপ এসে ওই যুবকে পায়ে কামড় দেয়।

নিহত ব্যক্তি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা গ্রামের ইউনুস আলীর ছেলে সাইফুল ইসলাম( ৩৮)।

এলাকাবাসীর পরিবার সূত্রে জানা যায় , উপজেলা বাসুরা এলাকার একটি বিলে শুক্রবার রাতে টেটা দিয়ে  মাছ ধরতে যান সাইফুল ইসলাম। এ সময় বিষধর সাপ এসে সাইফুল ইসলামের পায়ে কামড় দেয়। সাপটি কামড় দেওয়ায় সাপটিকে মেরে টেটা দিয়ে গেথে বাড়ীতে নিয়ে আসে ।
প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য সাপের ওঝার কাছে নেওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে চিকিৎসার জন্য মির্জাপুরে কুমুদিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ঢালজোড়া ইউনিয়নের চেয়ারম্যান ইছামুদ্দিন জানান, রাতে মাছ ধরতে গেলে তাকে সাপে কামড় দেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরক্ত ডাক্তার  তাকে মৃত ঘোষণা করেন।

একই জাতীয় খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

সর্বাধিক মন্তব্য