ডেস্কঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (৫ মার্চ) বুধবার বিকাল চারটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল চারটায় রফিকুল ইসলামের একটি কলোনিতে পাঁচটি কক্ষ ও সাইজুদ্দিনের আরেকটি কলোনির একটি কক্ষ দাউদাউ করে জ্বলতে শুরু করে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে দুইটি কলোনির প্রায় ২০টি কক্ষ পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতিয়ার হোসেন রায়হান চৌধুরী জানান, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।