অনলাইন ডেস্ক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে মঙ্গলবার দুপুরে ৪ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানটি পরিচালনা করেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ।
সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একটি চক্র সূত্রাপুর ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের গোয়ালিয়া নদী থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে বিক্রি করছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। এ সময় তিনি মাটি কাটা বন্ধ করে দিয়ে ৪ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহাম্মেদ বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ০৪ জনকে ০১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।