মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫
Google search engine
বাড়িগাজীপুরকালিয়াকৈরকালিয়াকৈরে আনসার ও ভিডিপি বাহিনীর ৪৫ তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

কালিয়াকৈরে আনসার ও ভিডিপি বাহিনীর ৪৫ তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

ডেস্কঃ

গাজীপুরের কালিয়াকৈরে বুধবার দুপুরে সফিপুরে আনসার ও ভিডিপি বাহিনীর ৪৫ তম জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
এদিকে দিবস উপলক্ষে শুভেচ্ছা বানী দিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ এবং আনসারের বর্তমান মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে আনসার ও ভিডিপির সদস্যরা সক্রিয় ভূমিকা রাখছেন। উন্নয়ন কর্মকাণ্ডের এই ধারাবাহিকতা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের এবং আরও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এজন্য ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যকে প্রশিক্ষিত
করে গড়ে তোলা হচ্ছে। এই জ্ঞান কাজে লাগিয়ে তারা সমৃদ্ধ দেশ গড়তে অবদান রাখছেন।

এবছর আনসার বাহিনীতে বীরত্ব, সাহসিকতা এবং সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ১৫৬ জনকে পদক দেওয়া হচ্ছে। তাদের মধ্যে বাংলাদেশ আনসার পদক পাচ্ছেন ১০ জন আর প্রেসিডেন্ট আনসার পদক পাচ্ছেন ২০ জন। এছাড়া বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক পাচ্ছেন ৯ জন, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক পাচ্ছেন ১৬ জন, বাংলাদেশ আনসার (সেবা) পদক পাচ্ছেন ১৭ জন, প্রেসিডেন্ট আনসার (সেবা) পদক পাচ্ছেন ৩৯ জন, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক পাচ্ছেন ১৯ জন এবং প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক পাচ্ছেন ২৬ জন।
পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি আনসারকে আরও সময় উপযোগী, প্রশিক্ষিত এবং আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।

একই জাতীয় খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

সর্বাধিক মন্তব্য