ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরীফের ৩দিন ব্যাপী বার্ষিক ওরশ মাহফিল বুধবার আখেরী মুনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
স্থানীয় একাধিক সুত্র জানায়, গাউসুল আযম বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী রঃ,হযরত মাওলানা সৈয়দ শাহ সুলতান আলী কুঃসাঃআঃ ইয়েমেনী রঃ ও পূর্ব পুরুষদের স্মরণে, উপজেলার বরিয়াবহ গ্রামে অবস্থিত গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরীফের বার্ষিক ওরশ মাহফিল উপলক্ষে বিভিন্ন কর্মসুচি উদযাপন করা হয়। এর মধ্যে কোরআন তেলাওয়াত, মিলাদ কিয়াম,তরিকতের বয়ান,তবারক বিতরণ সামা মজলিশ ও আখেরী মুনাজাত ছিল অন্যতম।
পীরজাদা আব্দুল মান্নান আল কাদরী আল বৈরাবরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরশ মাহফিল পরিচালনায় ছিলেন বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি আল কাদরী আল কাদরী (বিএসএস সম্মান এমএসএস)।তরিকতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন,মুর্শিদ নগর পাক দরবারের প্রতিষ্ঠাতা প্রবীন আলেম স,ম,আব্দুল হাকিম জিহাদী আল মোজাদ্দেদী,গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবারের খালিফা মুফতি সৈয়দ নুরুল ইসলাম আল কাদরী বৈরাবরী, একই দরবারের খলিফা মুফতি সৈয়দ ইব্রাহীম খলীল আল কাদরী বৈরাবরী, প্রফেসর নজরুল ইসলাম বাদল, মৌঃআব্দুস সাত্তার,ভুলোয়া দরবার শরীফের পীর সৈয়দ শাহজাদা আলম,মীর প্রমুখ।
সোমবার থেকে শুরু হওয়া তিন ব্যাপী ওরশ মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, পীরজাদা আব্দুল হান্নান, পীরজাদা নাঈম, পীরজাদা কাইয়ুম হাসান,পীরজাদা আজিম,পীরজাদা লিংকন সহ দরবারের ভক্ত আশেকানগন।বুধবার আখেরী মুনাজাতে দেশ ও জাতির কল্যান ও সুফিবাদের বিজয় কামনা করে ২০২৫ সালের বার্ষিক ওরশ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে দরবারের গদিনশিন পীরজাদা আব্দুল আলীম অভি আল কাদরী আল বৈরাবরী বলেন,শত শত বছরের ঐতিহ্য নিয়ে প্রতি বছর ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও সুন্দর, সফল ও জাকযমক পূর্ণ ভাবে ওরশ মাহফিল উদযাপন করতে পারায় দয়ালের দরবারে শুকরিয়া আদায় করছি।