ডেস্কঃ
গাজীপুরের কালিয়াকৈরে ডেভিল হান্ট অপারেশনে ৩ জনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিশ্বাস পাড়া এলাকার আজগর আলীর ছেলে রুবেল রানা (৪০), কালামপুর এলাকার সবুজ উদ্দিন সাবুর ছেলে মাসুদ রানা (৪৩), বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলার বালিয়া গ্রামের আবু তাহেরের ছেলে স্বপন মোল্লা (৩০)। তাদের গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।