রবিবার, জুলাই ১৩, ২০২৫
Google search engine
বাড়িগাজীপুরকালিয়াকৈরকালিয়াকৈরে বিএনপির নতুন কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত...

কালিয়াকৈরে বিএনপির নতুন কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৬

ডেস্কঃ
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের সৃষ্টি হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে একাধিক কলটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৬ জন আহত হয়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ভর্তি হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
রোববার সকালে উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের সমর্থকরা নতুন কমিটি বাতিলের দাবিতে উপজেলার সাহেব বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করেন। ঐ একই সময়ে নবগঠিত উপজেলা বিএনপির আহবায়ক কমিটির নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। এতে ঢাকা -টাঙ্গাইল মহাসড়কসহ কালিয়াকৈর বাস স্টেশন ও কলেজ রোড এলাকায় চরম আতংকের সৃষ্টি হয়। এসময় কালিয়াকৈর বাইপাস ও বাস স্টেশন এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় । এতে অন্তত ৬ জন আহত হয়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
খবর পেয়ে কালিয়াকৈরন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। খবর পেয়ে সেনাসদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়।
বিএনপি’র নেতাকর্মীরা জানান, গতকাল শনিবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একে এম ফজলুল হক মিলন ও সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম সিকদারকে আহবায়ক ও এম আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। । অপরদিকে মামুদ সরকারকে আহবায়ক ও কালিয়াকৈর পৌরসভার সাবেক কাউন্সিলর মহসিন উজ্জামানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কালিয়াকৈর পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রাণান্ত চেষ্টা করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

একই জাতীয় খবর
- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

সর্বাধিক মন্তব্য