ডেস্কঃ
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীফলতলী মাদ্রাসার মাঠে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন, শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শরীফ হোসেন। সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম আজিম।
প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী সাইয়েদুল আলম বাবুল, প্রধান বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, বিশেষ অতিথি গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জনি। এসময় বক্তারা ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে নেতাকর্মীদের গণআন্দোলন বেগবান করার আহ্বান জানান।