শুক্রবার, জুলাই ১১, ২০২৫
Google search engine
বাড়িজেলার খবরগাজীপুরকাশিমপুর প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তি উপলক্ষে বর্ধিত সভা 

কাশিমপুর প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তি উপলক্ষে বর্ধিত সভা 

মোঃ ইমরান তালুকদারঃ

কাশিমপুর প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তি ও কমিটি গঠন উপলক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ জুলাই ) সন্ধ্যা ৭টায় কাশিমপুর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়,এ সভার আয়োজন করা হয়।

নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন কাশিমপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন মুসা, সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম জিকু, কার্যনির্বাহী সদস্য মোঃ হুমায়ূন কবির তালুকদার, কোষাধ্যক্ষ মাওঃ নেছার আহমদ এম এ, ভারপ্রাপ্ত ক্রিড়া সম্পাদক মোঃ শাকিল মিয়া।
আরও উপস্থিত ছিলন্যান্য সাংবাদিকগণ।

এ সময় সভায় বক্তব্য রাখেন
কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন , কাশিমপুর প্রেসক্লাব শুধু একটি সাংবাদিক সংগঠন নয়, এটি এলাকায় গণতন্ত্র, মানবাধিকার ও সত্য প্রকাশের প্রতীক হয়ে উঠতে পারে। সকল সাংবাদিকের ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রেখে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কাজ অন্যায়ের প্রতিবাদ ও সত্যের পক্ষে কথা বলা। নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও দায়বদ্ধতার শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি।”

সভা শেষে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো এবং নাম প্রকাশ করা হয়
১.মোঃ ইমরান তালুকদার দৈনিক মুক্ত খবর স্টাফ রিপোর্টার ২.মোঃ শিহাব ৩.সবুজ আহমেদ ৪.এস এম সারোয়ার ৫.মোঃ মোজাহিদুল ইসলাম ৬.মোঃ জুয়েল রানা ৭.মিল্টন মিয়া ৮.মোঃ নাজমুল শিকদার ৯.মোঃ টিপু সুলতান
১০. মোঃ জাহিদ হোসেন এবং প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে পরিকল্পনা নেওয়া হয়।

একই জাতীয় খবর
- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

সর্বাধিক মন্তব্য