শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
Google search engine
বাড়িসারাদেশবরগুনায় পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

বরগুনায় পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্কঃ

বরগুনা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বরগুনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও ফোর্স-অফিসারদের উদ্দেশ্যে ভাষন প্রদান করেন পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম পিপিএম-সেবা।
প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন মোঃ আইয়ুব আলী, আরআই, বরগুনা। প্যারেড শেষে পুলিশ সুপার অস্ত্রাগার, যানবাহন শাখা, রেশন স্টোর ও পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। অতপর সকাল নয়টায় বরগুনা জেলা পুলিশ লাইন্সে পুলিশ অফিসার ও সদস্যদের নিয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। অভিবাদন গ্রহন শেষে তিনি পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন। পরিশেষে পুলিশ সদস্যদেরকে যথাযথভাবে কিট সমূহ ইস্যু করা ও এর যথোপযুক্ত ব্যবহারসহ বিভিন্ন বিষয়ের ওপর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।
সকাল দশটায় পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম পিপিএম-সেবা এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জহুরুল ইসলাম হাওলাদারসহ জেলার সকল সার্কেলগণ, থানা, কোর্ট, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক ও পুলিশ লাইন্স হতে আগত ইনচার্জগন ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সদস্যদের মধ্য হতে অনেকে তাদের সমস্যা তুলে ধরেন এবং পুলিশ সুপার তৎক্ষণাৎ তার সমাধান প্রদান করেন। অতঃপর পুলিশ সুপার তার সমাপনী বক্তব্যে পুলিশের করনীয় ও বর্জনীয় বিষয় সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিক-নির্দেশনা তুলে ধরেন।
এরপর দুপুর সাড়ে বারোটা হতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে পুলিশ সুপার এর সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় এপ্রিল/২০২৪ মাসের সভায় উপস্থিত ছিলেন জনাব মোহাঃ রফিকুল ইসলাম (জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট) বরগুনা; সহ জেলার সকল সার্কেলগণ, থানা, কোর্ট, ফাঁড়ি, তদন্তকেন্দ্র হতে আগত ইনচার্জগণ। উক্ত অপরাধ সভায় এপ্রিল/২০২৪ মাসে রুজুকৃত মামলা সমূহের কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সভার মাধ্যমে পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া বিগত মাসে অবৈধ মাদক উদ্ধার, ক্লুলেস ও গুরুত্বপূর্ণ মামলা ডিটেক্টসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার এবং সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরি এপ্রিল/২০২৪ মাসে সার্বিক বিবেচনায় জেলার শ্রেষ্ট অফিসার মনোনীত এএসআই আবুল বাশার পুলিশ সুপার বরগুনা নিকট হইতে অর্থ পুরষ্কার গ্রহন করেন। এছাড়া গ্রেফতারী পরোয়ানা তামিলে বিশেষ পুরষ্কার গ্রহন করেন এসআই মনিরুল ইসলাম-আমতলী থানা, এএসআই খায়রুল ইসলাম-বরগুনা থানা, এএসআই শহিদুল ইসলাম-বেতাগী থানা, এএসআই আলমাস শরীফ-বামনা থানা অফিসারদেরকে অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।

একই জাতীয় খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

সর্বাধিক মন্তব্য