শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
Google search engine
বাড়িগাজীপুরকালিয়াকৈরঈদযাত্রায় চন্দ্রায় ঘরমুখো মানুষের ঢল, বাড়তি ভাড়ায় যাত্রীদের ভোগান্তি

ঈদযাত্রায় চন্দ্রায় ঘরমুখো মানুষের ঢল, বাড়তি ভাড়ায় যাত্রীদের ভোগান্তি

ডেস্কঃ

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যেতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এ কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা এলাকায় যাত্রীদের ঢল নেমেছে। শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে চন্দ্রা এলাকায় বিপুল যাত্রীর সমাগম দেখা গেছে।

জানা গেছে, উপজেলার অধিকাংশ শিল্পকারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সকাল থেকেই যাত্রীদের চাপ বেড়ে গেছে। তবে গণপরিবহনের সংকটের কারণে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে মাইক্রোবাস, ট্রাক, মোটরসাইকেল ও পিকআপে অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি ফিরছেন।

এদিকে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী থাকলেও ভাড়া বেশি নেওয়ার বিষয়ে তাদের নজরদারি কম রয়েছে বলে অভিযোগ যাত্রীদের। চন্দ্রা এলাকার  সোহেল নামে এক যাত্রী জানান, সাধারণ সময়ের চেয়ে ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে।

নাওজোড় হাইওয়ে পুলিশের ইনচার্জ রইছ উদ্দিন জানান, ভাড়া বেশি নেওয়ার বিষয়ে সু-নির্দিষ্ট কোনো অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।

আমিনুল ইসলাম
তারিখ ২৮-০৩-২৫ ইং
মোবাইল ০১৮১৯৫৭৫৭৮৬

নুষের ঢল, বাড়তি ভাড়ায় যাত্রীদের ভোগান্তি

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যেতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এ কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা এলাকায় যাত্রীদের ঢল নেমেছে। শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে চন্দ্রা এলাকায় বিপুল যাত্রীর সমাগম দেখা গেছে।

জানা গেছে, উপজেলার অধিকাংশ শিল্পকারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সকাল থেকেই যাত্রীদের চাপ বেড়ে গেছে। তবে গণপরিবহনের সংকটের কারণে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে মাইক্রোবাস, ট্রাক, মোটরসাইকেল ও পিকআপে অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি ফিরছেন।

এদিকে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী থাকলেও ভাড়া বেশি নেওয়ার বিষয়ে তাদের নজরদারি কম রয়েছে বলে অভিযোগ যাত্রীদের। চন্দ্রা এলাকার  সোহেল নামে এক যাত্রী জানান, সাধারণ সময়ের চেয়ে ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে।

নাওজোড় হাইওয়ে পুলিশের ইনচার্জ রইছ উদ্দিন জানান, ভাড়া বেশি নেওয়ার বিষয়ে সু-নির্দিষ্ট কোনো অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।

একই জাতীয় খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

সর্বাধিক মন্তব্য