ডেস্কঃ
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুলের শিক্ষক মোতাহার হোসেনের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০ টায় উপজেলার চন্দ্রা এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক মোতাহার হোসেন দীর্ঘদিন ধরে অসদাচরণ ও অনিয়মের সঙ্গে জড়িত। তার অপসারণের দাবিতে একাধিকবার আন্দোলন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তারা বাধ্য হয়ে এই কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবি জানান দিচ্ছে।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমরা চাই শিক্ষাঙ্গন হোক দুর্নীতি ও অনিয়ম মুক্ত। অনৈতিক কার্যকলাপে জড়িত কোনো শিক্ষক আমাদের প্রতিষ্ঠানে থাকতে পারেন না। আমরা তার দ্রুত অপসারণ চাই।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন। আন্দোলনের ফলে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়, তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার জানান, শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ বলেন, অভিযোগগুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।