ডেস্কঃ
গাজীপুরের কালিয়াকৈরে রুমাইছা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিল গালার নির্দেশ দেয়া হয়েছে। হাসপাতালের অব্যবস্থাপনা, ভুল চিকিৎসার অভিযোগ ও লাইসেন্স না থাকায় গাজীপুর জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ মামুনুর রহমান মঙ্গলবার দুপুরে এই নির্দেশ দেন।
জানা যায়, গত রবিবার দিনগত রাত ৩টায় সিজারিয়ান অপারেশন করতে গিয়ে ভুল রক্ত পুশ করায় খাদিজা নামে এক প্রসূতি নারীর মৃত্যু হয়। এ ঘটনা সামাজিক যোগাযোগ ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে মঙ্গলবার দুপুরে গাজীপুর সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমান রুমাইছা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সরেজমিনে তদন্তে আসে, এসময় রোগীর রক্তের গ্রুপ ওপজিটিভ কিন্তু রোগীকে এপজেটিভ রক্ত দেয়ায় রোগীর মৃত্যুর ঘটনা, হাসপাতালের পোস্ট অপারেটিভ রুম না থাকা ও হাসপাতালের লাইসেন্স না থাকায় বৃহস্পতিবার থেকে ক্লিনিক বন্ধের নির্দেশ দেন।
গাজীপুর সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।