ডেস্কঃ
গাজীপুরের কালিয়াকৈরে সিহান (২৫) নামে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে
দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে ঢাকা – টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ হত্যাকান্ডেরে ঘটনা ঘটে। নিহত সিহান উপজেলার দক্ষিণ
মৌচাক জামতলা এলাকার মো: নান্নু মিয়া ও মৌচাক স্কাউট স্কুলের শিক্ষিকা শিরিন আক্তারের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার মৌচাক জামতলা এলাকার মো: নান্নু মিয়ার ছেলে সিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় ৫/৭ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে। একপর্যায়ে দৌড়ে উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে গিয়ে দুর্বৃত্তরা তাকে ধরে ফেলে। এসময় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে শিহানকে নৃশংসভাবে হত্যার পর দুর্বৃত্তরা ঘটনাস্থলে তার লাশ ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের
উপর্যুপরি ছুরিকাঘাতে সিহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কালিয়াকৈরে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক হত্যা
একই জাতীয় খবর