শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
Google search engine
বাড়িগাজীপুরকালিয়াকৈরকালিয়াকৈরে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, শিক্ষককে অব্যাহত

কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, শিক্ষককে অব্যাহত

ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার গোলাম নবী পাইলট  উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার গোলাম নবী পাইলট  উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে এক শিক্ষার্থী নকল ও পরীক্ষাবিধি লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে ঐ শিক্ষার্থীকে বহিষ্কার ও বলিয়াদি উচ্চ  বিদ্যলয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সোহেল রানাকে কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্র সচিব ঘটনার বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ এ বিষয়ে সাংবাদিকদের জানান, আমরা প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর মনিটরিং করছি। কেউ যদি নিয়ম ভঙ্গ করে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আজকের ঘটনাও তারই অংশ। শিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক—দুই পক্ষের বিরুদ্ধেই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পরীক্ষার সার্বিক পরিবেশ বিশ্লেষণ করে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত  ঘটনা যাতে আর না ঘটে, সে লক্ষ্যে শিক্ষা অফিস প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি চালানো হচ্ছে।

একই জাতীয় খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

সর্বাধিক মন্তব্য