ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজার সংলগ্ন পালপাড়া এলাকায় কেশব কর্মকার(৪৬) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত কেশব কর্মকার পালপাড়া মহল্লার স্বর্ণ ব্যবসায়ী ভানু কর্মকারের ছেলে।
নিহতের বড় ভাই গোপাল কর্মকার জানান,গত ১৮ মার্চ সন্ধ্যা সাতটার দিকে ঘর থেকে বেরিয়ে উঠানে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে এনে দ্রুত ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ৯দিন চিকিৎসার পর গত২৭মার্চ মারা যান কেশব কর্মকার। কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর সংবাদ শুনে নিহতের বাড়ি পরিদর্শন করে এসেছি, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
কালিয়াকৈরে গায়ে আগুন ধরিয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা
একই জাতীয় খবর