ডেস্কঃ
গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে ৫ জন ডাকাত সদস্য আটক হয়েছে। তবে অন্ধকারের সুযোগে আরও ২-৩ জন পালিয়ে যায়।
পুলিশ জানায়, রবিবার (২৪ আগস্ট) গভীর রাতে টহল ডিউটিতে থাকা কালিয়াকৈর থানার এসআই মো. ইসমাইল হোসেন গোপন সংবাদ পান যে, একটি পিকআপযোগে ডাকাতদল কালামপুর হয়ে সিনাবহর দিকে ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছে।
খবর পেয়ে পুলিশ কালামপুর চৌরাস্তার সামনে পিকআপটিকে সিগন্যাল দিলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যায়। প্রায় আট কিলোমিটার ধাওয়া করার পর পল্লী বিদ্যুৎ ইকোটেক্সের সামনে গাড়িটি আইল্যান্ডে উঠে গেলে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পড়ে। এসময় পুলিশ পাঁচজনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলো—শুভ (২৩), রাকিব (২৪), আনাছ রানা, এশরাফ আকন্দ খোকন (২৫) ও হাফিজুল ইসলাম (২৪)। তাদের মধ্যে একজন আহত হলে তাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান চলছে।