শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
Google search engine
বাড়িগাজীপুরকালিয়াকৈরকালিয়াকৈরে ডাকাতের হাতে মাটি ব্যবসায়ী নিহত, ২ ডাকাত আটক

কালিয়াকৈরে ডাকাতের হাতে মাটি ব্যবসায়ী নিহত, ২ ডাকাত আটক

ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতের হামলায় সজিব হোসেন (৩৮) নামে এক মাটি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার জামালপুর- বরইবাড়ি আঞ্চলিক সড়কের হাটুরিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন, রয়েল হোসেন নামের এক যুবক এবং স্থানীয়রা ডাকাত দলের দুই সদস্যকে ধরে পিটিয়ে পুলিশে দিয়েছেন। তাদের নাম জানা যায়নি। নিহত সজীব কালিয়াকৈরের গাবচালা গ্রামের মুক্তার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে অটোরিকশা নিয়ে গাবচালা এলাকা থেকে হাটুরিয়াচালায় যাচ্ছিলেন সজিব ও রয়েল। পথে নির্জন এলাকায় সাত-আটজনের একদল ডাকাত তাদের অটোরিকশা থামিয়ে টাকা পয়সা লুটের চেষ্টা করলে সজিব বাধা দেন। এ সময় ডাকাত সদস্যরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। রয়েল দৌড়ে পাশের একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখানে স্থানীয়দের ঘটনা জানালে গ্রামবাসী জড়ো হয়ে ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ধাওয়া দেন। এ সময় ডাকাত দলের দুই সদস্যকে ধরে পিটিয়ে পুলিশে খবর দেন তারা। সজিব ও রয়েলকে উদ্ধার করে সফিপুর মডার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে সজিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ গিয়ে দুই ডাকাতকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি সেলিম হোসেন বলেন, দুই ডাকাতকে আটক করা হয়েছে। সজিব নামের একজন মারা গেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের অভিযান চলছে।

একই জাতীয় খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

সর্বাধিক মন্তব্য