শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
Google search engine
বাড়িগাজীপুরকালিয়াকৈরকালিয়াকৈরে তিনটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

কালিয়াকৈরে তিনটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

ডেস্কঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মন্ডলপাড়া এলাকায় তিনটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ মার্চ) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সুমনের গোডাউনে আগুন লাগে। পরে দ্রুত ছড়িয়ে পড়ে রফিক এবং রশিদের ঝুটের গোডাউনে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে কোনাবাড়ি থেকে আরও ২টি ইউনিট এসে  ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঝুটের গোডাউনের মালিক রফিক জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ থেকে ৭০ লক্ষ টাকার ঝুটের মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

একই জাতীয় খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

সর্বাধিক মন্তব্য