বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫
Google search engine
বাড়িগাজীপুরকালিয়াকৈরকালিয়াকৈরে প্রতিমা বিসর্জনের নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজ 

কালিয়াকৈরে প্রতিমা বিসর্জনের নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজ 

ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে বিজয় দশমীতে একটি ইঞ্জিন চালিত নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজ হয়েছে । বৃহস্পতিবার  সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় , সন্ধ্যার সময় উপজেলার  চাপাইর ব্রীজ এলাকায় তুরাগ নদীতে বিজয়া দশমী চলাকালীন সময়ে একটি ইঞ্জিন চালিত  নৌকা অন্য একটি নৌকার সাথে ধাক্কা লেগে শিশুসহ একটি ইঞ্জিন চালিত নৌকা উল্টে ডুবে যায় । এ সময় নৌকায় শিশুসহ ১৮/২০ জনের মতোন  লোকজন ছিল । অন্যরা সবাই  সাঁতরিয়ে কূলে   উঠতে পারলেও দুই শিশু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে । নিখোঁজ শিশুরা হল তন্ময় ও অঙ্কিতা । তাদের বাড়ি কালিয়াকৈর উপজেলা দক্ষিণ হিজলতলী গ্রামে । খবর পেয়ে  উপজেলা নির্বাহী অফিসার কাওছার আহমেদ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুদের উদ্ধার করা যায়নি।
কালিয়াকৈর থানার (ওসি) জুবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

একই জাতীয় খবর
- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

সর্বাধিক মন্তব্য