ডেস্কঃ
গাজীপুরের কালিয়াকৈরে ওয়াজ মাহফিলের প্রধান বক্তাকে মারধর করে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০:৩০ মিনিটে উপজেলার চাপাইর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, গতকাল (সোমবার) রাত আনুমানিক ১০:৩০ মিনিটে হযরত মাওলানা মোঃ জহিরুল ইসলাম জিহাদী কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কোটবাড়ি গ্রামে মাহফিল শেষে বাড়ি ফেরার পথে পাইকপাড়া স্ট্যান্ডের কাছাকাছি আসলে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত তার গাড়ির গতিরোধ করে। তার পর লাঠি দিয়ে প্রাইভেট কারের গ্লাস ভেঙ্গে ফেলে তাকে ও তার একজন সফর সঙ্গী ও গাড়ির ড্রাইভারকে এলোপাতাড়ি মারধর করে নগদ ৩৫০০০ টাকা ও সকলের মোবাই ফোন ছিনিয়ে নিয়ে যায়।এ সময় হযরত মাওলানা মোঃ জহিরুল ইসলাম জিহাদী সাহেবের মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় তাকে গোড়াই সিকদার হাসপাতাল এন্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) জুবায়ের হোসেন বলেন, আমাদের টিমতো ঐ এলাকাতে ডিউটিতে ছিল, তবে এরিয়া অনেক বড় হওয়ায় হয়তো তাদের নজরে আসেনি। আর এরকম কোন অভিযোগও পাইনি, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।