শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
Google search engine
বাড়িঅন্যান্যকালিয়াকৈরে মুর্শিদনগর পাক দরবারের ওরশ মাহফিল অনুষ্ঠিত

কালিয়াকৈরে মুর্শিদনগর পাক দরবারের ওরশ মাহফিল অনুষ্ঠিত

আব্দুল আলীম অভিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হবুয়ারচালা গ্রামের মুর্শিদনগর পাক দরবার শরীফের ৪০ তম ওরশ মাহফিল বুধবার দিনরাত ব্যাপী অনুষ্ঠিত হয়।

মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হলো মুর্শিদ নগর পাক দরবার শরীফের ৪০তম বাৎসরিক ঐতিহাসিক মহাপবিত্র ওরছ মোবারক ।

হযরত শাহ্ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নাকশবন্দী মোজাদ্দেদী হুজুরের বেছালত শরীফ উপলক্ষ্যে বাদ জোহর হতে আরম্ভ হয়ে সারারাত কোরআন-তেলয়াত, ওয়াজ-নছিহত-মাহফিল, জিকির-আজকারের মধ্যদিয়ে
মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বাদ ফজর মিলাদ শরীফ ও আখেরি মোনাজাতের মধ্য শেষ হয়েছে কালিয়াকৈর মুর্শিদনগর পাক দরবার শরীফের ৪০তম বাৎসরিক ঐতিহাসিক মহাপবিত্র ওরছ মোবারক অনুষ্ঠান ।

পবিত্র মাহে রমজানের রোজা রেখে সিয়াম সাধনার মাধ্যমে ওরছ শরীফে হাজার হাজার ভক্তের অংশগ্রহণে আখেরি মোনাজাত পরিচালনা করেন মুর্শিদ নগর পাক দরবার শরীফের পীর সাহেব মোফাচ্ছিরে কোরআন, মোমতাজুল মোহাদ্দিছীন, আ’রেফে কামিল, আল্লামা হযরত মাওলানা আব্দুল হাকীম জেহাদী নাকশবন্দী মোজাদ্দেদী শাহ্ মুর্শিদ নগরী হুজুর ।

মুর্শিদ নগর পাক দরবার শরীফের বড় পীরজাদা আ ফ আ হা জেহাদী মোজাদ্দেদী সাহেব জানান : দিনব্যাপী বাৎসরিক এ ওরছ শরীফ বুধবার (১৯ মার্চ) বাদ যোহর পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়ে রাতভর দেশবরেণ্য ওলামায়ে কেরামগণের (১. মাওলানা আব্দুন-নূর, ওলামা মিশনের সদস্য- চন্দ্রপাড়া পাক দরবার শরীফ, সদরপুর, ফরিদপুর । ২. হাফেজ মাওলানা আমিনূল ইসলাম ইকবাল, খাদেম- বিশ্ব জাকের মঞ্জিল, আটরশি, সদরপুর, ফরিদপুর । ৩. ক্বারী মাওলানা বেলায়েত হোসেন বেলালী, খাদেম- বিশ্ব জাকের মঞ্জিল, আটরশি, সদরপুর, ফরিদপুর । ৪. হাফেজ মাওলানা আবু নাসির বুলবুলি, পেশ ইমাম-বিশ্ব শান্তির মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জ । ৫. হযরত মাওলানা আব্দুল মালেক আমজাদী, ওলামা মিশনের সদস্য- চন্দ্রপাড়া পাক দরবার শরীফ, সদরপুর, ফরিদপুর । এবং স্থানীয় ওলামায়ে কেরাম) সুললিত কন্ঠেছ কোরআন ও হাদিসের আলোকে ইলমে শরিয়ত, ইলমে ত্বরীকত, ইলমে হাকীকত ও  ইলমে মা’রিফত সম্পর্কে ওয়াজ-নছিহত, জিকর-আজগার, বয়ান ও মিলাদ মাহফিল শেষে বৃহস্পতিবার (২০ মার্চ) বাদ ফজর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় ।

উক্ত আখেরি মোনাজাতে শাহ্ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.), উপমহাদেশের প্রখ্যাত সুফী সাধক হযরত শাহ্ এনায়েতপুরী (রহ.), রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূমা হযরত ফতেহ আলী (রহ:), হযরত খাজা মাইনুদ্দিন চিশতী হাসান সাঞ্জারী আজমেরী (রহ:), হযরত মাওলানা মোজাদ্দেদ আলফেছানী ফারুকী ছিরহিন্দ (রহ:) এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ছওয়াব রেছানী করা হয় ।

প্রতি বছরের মত এবারও ওরছ মোবারকে দেশের বিভিন্ন স্থান থেকে সড়ক পথে বিপুল সংখ্যক আশেকান-জাকেরান, মুখলিছান-মুহিব্বান, ভক্তবৃন্দ ও শোভাকাঙ্খী আদব-ভক্তি-মহব্বতের সাহিত এসে মুর্শিদনগর পাক দরবার শরীফ প্রাঙ্গণে জমায়েত হয়ে শাহ্ মুর্শিদনগরী পীর কেবলাজান কর্তৃক পরিচালিত আখেরি মোনাজাত শেষে রোহানী তারাক্কী অর্জনের মাধ্যমে আত্মিক প্রশান্তির সাথে বিদায় গ্রহণ করেন ।

এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গী হায়দারাবাদ দরবারের গদিনশীন পীর শাহ সুফি মাওলানা রিয়াজ উদ্দিন আল কাদরী,গাজীপুর চার তরিকার দরবারের পীর মাওলানা মেহেদী হাসান,কালিয়াকৈর ওয়াইসিয়া দরবারের পীর আশেক মুর্শেদ সুজন,কুন্দাঘাটা দরবারের পীর আবু তায়েব মৃধা,মির্জাপুর দরবারের পীর মনির চিশতি, কাঙ্গালি দরবারের পীর নাজিমুদ্দিন
,মাওলানা আমিনুল হক আল কাদরী, কালিয়াকৈর মুসাবীয়া দরবারের আল মামুন গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবারের আব্দুল আলীম অভি বৈরাবরী সহ বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ।

একই জাতীয় খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

সর্বাধিক মন্তব্য