বুধবার, অক্টোবর ২২, ২০২৫
Google search engine
বাড়িগাজীপুরকালিয়াকৈরকালিয়াকৈরে রুমাইছা হাসপাতালে ভুল রক্ত দেয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

কালিয়াকৈরে রুমাইছা হাসপাতালে ভুল রক্ত দেয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ডেস্কঃ

গাজীপুরের কালিয়াকৈরে রুমাইছা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল রক্ত পুশ করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠেছে। রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৩ টার পরে এ ঘটনা ঘটে। নিহতের নাম খাদিজা আক্তার (২৫)। তিনি উপজেলার চাপাইর গ্রামের আবির হোসেনের স্ত্রী।

জানা যায়, শনিবার রাতে প্রসব ব্যথা নিয়ে খাদিজাকে রুমাইসা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। তবে অপারেশনের পর অবস্থার অবনতি হলে তাকে ভুল রক্ত পুশ করা হয় বলে দাবি করেছেন স্বজনরা। পরে চিকিৎসাধীন অবস্থায় খাদিজার মৃত্যু হয়।
নিহতের স্বামী ও মা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ করেছেন। তাদের অভিযোগ, হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসকের অদক্ষতার কারণেই খাদিজার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে রুমাইছা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার ও মালিক পক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও  যোগাযোগ সম্ভব হয়নি।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, আমরা ঘটনাটি অবগত হওয়ার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির সদস্যরা আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। এরপর ইউএনও মহোদয়কে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ বলেন,বিষয়টি আমরা জেনেছি। দ্রুত তদন্ত করে দেখা হবে হাসপাতালের অনুমোদন আছে কিনা। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হবে।

একই জাতীয় খবর
- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

সর্বাধিক মন্তব্য