বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Google search engine
বাড়িঅন্যান্যকালিয়াকৈর পৌরসভার মেয়রকে পুনর্বহালের দাবিতে নাগরিক সমাবেশ

কালিয়াকৈর পৌরসভার মেয়রকে পুনর্বহালের দাবিতে নাগরিক সমাবেশ

ডেস্কঃ  গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো: মজিবুর রহমানকে স্বপদে পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ করে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সচেতন নাগরিক কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, টানা দীর্ঘ ২০ বছর যাবত মো:
মজিবুর রহমান কালিয়াকৈর পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করে আসছেন। এসময় তিনি পৌর এলাকায় ব্যাপক উন্নয়নসহ গণমানুষের বিপদে-আপদে পাশে দাড়িয়েছেন। আওয়ামীলীগ সরকারের শাসনামলে সারা দেশে পৌর নির্বাচন নিয়ে নানা বিতর্ক থাকলেও কালিয়াকৈরের প্রেক্ষাপট ছিল ভিন্ন। তিনি গণমানুষের সমর্থন ও ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণেই বার বার কালিয়াকৈর পৌরসভার
মেয়র নির্বাচিত হয়েছেন। দলমত নির্বিশেষে এলাকাবাসীর কাছে তার আলাদা একটা ইমেজ রয়েছে। যে কারণে তাদের প্রিয় মেয়র মজিবুর রহমানের অপসারণ কিছুতেই মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ। মেয়র মজিবুর রহমান কোটা আন্দোলনে সশরীরে অংশ গ্রহণ করে শিক্ষার্থীদের সাহস যোগিয়েছেন। তিনি কার্ফিও ভেঙ্গে শিক্ষার্থীদের সাথে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেছেন। যে কারণে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সমাবেশে অংশ গ্রহণ করে মেয়র মজিবুর রহমানের পদ পুনর্বহালের দাবী জানিয়েছেন বলে শিক্ষার্থীরা জানান। উপজেলার চন্দ্রা ত্রীমোড়ে কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন,
গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো: হযরত আলী মিলন, পৌর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম সরকার, পৌর বিএনপির যূগ্ম সাধারণ সম্পাদক মো: সাইজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: হারুন অর রশিদ, পৌর যুবদলের সদস্য সচিব মো: আমজাদ হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা সমাবেশে বক্তব্য রাখেন। গাজীপুর জেলা জাসাসের সভাপতি শাহ এরশাদ ফকির অনুষ্ঠানটি সঞ্চালন করেন। রাজনৈতিক দল ছাড়াও এলাকার জনসাধারণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খন্ডখন্ড মিছিল নিয়েসমাবেশে অংশগ্রহণ করেন।

একই জাতীয় খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

সর্বাধিক মন্তব্য