কালিয়াকৈর২৪ ডেস্ক: গাজীপুর সিভিল সার্জন অফিসের এক কর্মচারী (অফিস সহায়ক) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাস টেস্টের ফলাফল আসার পরপরই গতকাল শনিবার তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহীন। তিনি জানান, গত শুক্রবার সিভিল সার্জনের কার্যালয়ের ওই কর্মচারীর ঠাণ্ডা, জ্বর ও গলাব্যথা অনুভূত হয়। পরে তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়। তার নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হলে শনিবার তার ওই নমুনা রিপোর্টে করোনা পজেটিভ আসে। পরে তাৎক্ষণিকভাবে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি আইসোলেশনে রয়েছেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.শাহীন জানান, গতকাল সিভিল সার্জন কার্যালয়ের স্টাফদেরও নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে সিভিল সার্জনসহ অফিসের ১৩ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এ ছাড়া এই কর্মচারীর বাড়ির লোকজনের নমুনা সংগ্রহ করেও ঢাকায় পাঠানো হয়েছে। তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ, এখন পর্যন্ত গাজীপুরে ১১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আপনি কি আমাদের কাছে লেখা পাঠাতে চান?
তাহলে মেইল করুনঃ [email protected]