নিজস্ব প্রতিনিধি- শারমিন(১০) কালিয়াকৈর প্রাইমারী স্কুল এর ৩য় শ্রেনীর ছাত্রী,টান-কালিয়াকৈর এর বাসিন্দা।আজ সকাল আনুমানিক ০৯ টার দিকে মেয়েটি হারিয়ে যায় বলে জানায় এলাকাবাসী।অত্র এলাকার ছাত্রলীগ নেতা এজাজ সাদনান রাতুল(উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগ,সাংগঠনিক সম্পাদক ১নং ওয়ার্ড কালিয়াকৈর পৌর ছাত্রলীগ)বিষয়টি জানতে পেরে চতুর্দিকে খবর নিতে থাকে এবং এর এক পর্যায়ে রাত ০৮ ঘটিকায় আনসার একাডেমী বিশ্বাসপাড়া এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে তার বাবার হাতে তুলে দেয়।
উল্লেখ্য যে মেয়েটি পাচারকারী চক্রের ফাদে পরে চন্দ্রা থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং পথ ভুলে আনসার একাডেমী বিশ্বাস পাড়ায় আসলে সেখানের এলাকাবাসীর সহায়তায় ছাত্রলীগ নেতা রাতুল এর কাছে খবর গেলে তিনি সেখানে উপস্থিত হয়ে মেয়েটির পরিচয় নিশ্চিত করে তার বাবার কাছে মেয়েটিকে ফিরিয়ে দেয়।
আপনি কি আমাদের কাছে লেখা পাঠাতে চান?
তাহলে মেইল করুনঃ [email protected]