বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
Google search engine
বাড়িগাজীপুরকালিয়াকৈরকালিয়াকৈর উপজেলার তৃণমূল পর্যায়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন

কালিয়াকৈর উপজেলার তৃণমূল পর্যায়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন

ডেস্কঃ

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  মহাপরিচালকের নির্দেশনায় আজ ২১আগস্ট ২০২৫ খ্রি. তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, গাজীপুর- এর আয়োজনে গাজীপুর জেলার ৫টি উপজেলার ৩৯টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। গাজীপুর জেলার ৩৯ টি ইউনিয়ন ও ০৩ পৌরসভায় মোট ১৬৮০ টি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

গাজীপুর জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট ফারুক আহমেদ এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এরই অংশ হিসেবে কালিয়াকৈর উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায়  ৪৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ  কর্তৃক  কালিয়াকৈর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ বৃক্ষরোপন  কর্মসূচি শুরু হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ টিটন মিয়া, উপজেলা প্রশিক্ষকা নিগার সুলতানা-সহ কালিয়াকৈর উপজেলার পৌর সভার সকল ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী  এবং টিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

আনসার ও ভিডিপি সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এসময় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কালিয়াকৈর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জানান যে, উপজেলা থেকে গ্রাম পর্যন্ত তৃণমূল পর্যায়ে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে ইউনিয়ন দলনেতা, দলনেত্রী,  আনসার কমান্ডার ও ভিডিপি সদস্য -সদস্যাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে  উপজেলার সকল ইউনিয়নে একযোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা কমান্ড্যান্ট ফারুক আহমেদ বলেন, ‘তৃণমূল পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, তেমনি জীব বৈচিত্র্য রক্ষা পাবে।’
কালিয়াকৈর  উপজেলায় সবুজায়নের এই কার্যক্রম আনসার ও ভিডিপির সামাজিক দায়িত্ব পালনের একটি উজ্জ্বল উদাহরণ।
পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ।

একই জাতীয় খবর
- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

সর্বাধিক মন্তব্য