ডেস্কঃ
গাজীপুরের কালিয়াকৈরের উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বসত বাড়িতে আবাদযোগ্য সবজি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক সবজির বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
২৪-০৯-২৫ ইং রোজ বুধবার বিকেল ৪ টার সময় উপজেলা মিলনায়তনের সামনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব কাওছার আহাম্মেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মো: রফিকুল ইসলাম খান, আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা কৃষি অফিসার জনাব মো: জাহিদ হাসান।
উক্ত অনুষ্ঠানে ৯০জন কৃষককে শষা বীজ ৪০ গ্রাম সাথে ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি,১৫০ জন কৃষককে লাউ বীজ ২০০ গ্রাম সাথে ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি,১৫০ জন কৃষককে মিষ্টি কুমড়া বীজ ৬০ গ্রাম সাথে ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি, ১৫০ জন কৃষককে বেগুন বীজ ২০ গ্রাম সাথে ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার ও বীজ প্রণোদনা দেওয়া হয়।