ডেস্কঃ
গাজীপুরের কালিয়াকৈরে একটি চলন্ত অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন ধরার ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের জিএমএস টেক্সটাইলের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে চলন্ত অবস্থায় হঠাৎ অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। চালক তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে দ্রুত নেমে পড়েন। কিছুক্ষণের মধ্যেই পুরো অ্যাম্বুলেন্সটির মধ্যে আগুন ধরে পুড়তে থাকে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুরো গাড়ি পুড়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরি বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের পরে জানা যাবে।
কালিয়াকৈরে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন
একই জাতীয় খবর