ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ ও সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় মৃত খোকনের পরিবার, আত্মীয় স্বজনর ও পাইকপাড়া গ্রামবাসী কালিয়াকৈর থানার সামনে এই মানববন্ধন করে।
জানা যায়, উপজেলার চাপাইর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোঃ শাহজাহান সরকারের ছেলে খোকন সরকার (৩০) দেড় বছর ধরে তার স্ত্রী তাজিনের সাথে উপজেলার কালামপুর সাউথ ইস্ট কারখানার পাশে তার শশুরালয়ের একটি বাসায় থেকে চাকুরি করতেন। তার স্ত্রীর পরকীয়ার বিষয় নিয়ে তার সাথে নানা সময় ঝগড়াঝাটি চলে আসছিল। গত ১১/১১/২৫ইং রাত ৩টায় খোকনের শ্বশুর খোকনের বাবাকে ফোনে জানান, খোকন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মির্জাপুর থানার কুমুদিনী হাসপাতালে নেয়া হয় সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। খবর পেয়ে খোকনের আত্মীয় স্বজনরা হাসপাতালে যান। এসময় মৃত খোকনের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত দেখেন তারা। এই ঘটনায় কালিয়াকৈর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
খোকনের বাবা মোঃ শাহজাহান সরকার বলেন, খোকনের স্ত্রীর উৎস নামে এক ছেলের সাথে পরকীয়া সম্পর্ক ছিল এ বিষয় নিয়ে মাঝে মাঝে ওদের মধ্যে ঝগড়া হতো। আমার ছেলেকে তারা পরিকল্পিতভাবেই হত্যা করেছে। আমি সঠিক তদন্তের মাধ্যমে আমার সন্তান হত্যার বিচার চাই।
মানববন্ধনে চাপাই ইউনিয়নের নানা শ্রেণীর মানুষ উপস্থিত হয়ে খোকন হত্যার সুষ্ঠু বিচার চান ।
কালিয়াকৈরে স্ত্রীর পরকিয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ, সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন
একই জাতীয় খবর



