ডেস্কঃ
গাজীপুরের কালিয়াকৈরে হিন্দু যুবক দ্বারা ১৩ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার জুমুআর নামাজ শেষে বিভিন্ন মসজিদের মুসল্লিগণ নানা স্লোগানে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে।
কালিয়াকৈর তৌহিদি জনতা’-এর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।
অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযুক্ত জয়, ও তার সহযোগীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি না দিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। বক্তারা আরও বলেন, সমাজে এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি রোধে কার্যকর আইন প্রয়োগ ও কঠোর বিচার নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত উপজেলার মৌচাক এলাকায় দুই মাস পূর্বে আশা মনি (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে টানা তিন দিন ধর্ষণ করে একই এলাকায় বসবাসরত সনাতন ধর্মালম্বি জয় কুমার দাস(২০)।
এই ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেন, অভিযোগের ভিত্তিতে জয় কুমার দাস ও লোকনাথ চন্দ্র দাসকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন কালিয়াকৈর থানা পুলিশ।