ডেস্কঃ
গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ আগুনে একটি টিনশেড কলোনির ৮০ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লীবিদ্যুৎ দিঘির পাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, কলোনিতে বসবাসকারী লোকজন সকালে বিভিন্ন কর্মস্থলে চলে যায়। এসময় একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দেখে আশপাশের লোকজন চিৎকার করলে লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এসময় আগুনের ভয়াবহতা বেড়ে গিয়ে আশপাশের ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এসময় ৮০টি ঘর পুড়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি। এতে কোন হতাহত হয়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।



