বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Google search engine
বাড়িইসলাম ও জীবনফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ডেস্কঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে সোমবার সকাল ১১টায় ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় শত শত , শিক্ষার্থী, যুবক ও স্থানীয় জনগণ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাস্তায় নেমে এসে বিক্ষোভ মিছিলে যোগ দেন। মিছিলটি চন্দ্রা ত্রিমোড় থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও, ইসরাইলি হামলা বন্ধ কর ‘জিহাদ করে বাঁচতে চাই’ প্রভৃতি স্লোগান দেন।

ছাত্র জনতার আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধর্মীয় অনুভূতি থেকে মানবতার পক্ষে দাঁড়িয়ে এই প্রতিবাদ মিছিল অনেকের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

অপর দিকে একই দাবিতে কালিয়াকৈর বাসস্ট্যান্ড মডেল মসজিদ চত্বর ও সফিপুর কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের হয়।

একই জাতীয় খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

সর্বাধিক মন্তব্য